বিপ্লব- সরকারের ইচ্ছার বিরুদ্ধেই ডিসেম্বরে ত্রিপুরা সফরে মমতা, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

Mamata-to-visit-Tripura-in-December-against-Biplob-governments-wishes-says-Abhishek-Banerjee

অম্লিতা দাস: গোয়া সফর শেষে হতে না হতেই তৃণমূল নেত্রীর পরবর্তী সফর নির্ধারণ হয়ে এল। ডিসেম্বরেই ত্রিপুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সফর নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরে ত্রিপুরায় আসবেন মমতা। বিবেকানন্দ ময়দানে জনসভা হবে তাঁর।তৃণমূলের এবার লক্ষ্য আসাম, ত্রিপুরা ও গোয়া। ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর সফরের আগে ত্রিপুরার বিজেপর বিরোধীরুপে শক্তিশালী হতে চাইছে তৃণমূল।

চলন্ত ট্রাকে দাউ দাউ করে আগুন, ঘটনায় আতঙ্ক এলাকায়

ইতিমধ্যেই সভা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে ১৪৪ ধারা জারি করেছেন সেই সরকার। নিজের বক্তৃতায় এমন কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "এখানে সভা করা যাবে না, বলেছিল বিপ্লব দেবের সরকার। আমরা বিচার ব্যবস্থায় চূড়ান্ত আস্থাশীল। হাই কোর্টের হস্তক্ষেপ চেয়েছি। হাই কোর্ট ডান গাল আর বাঁ গাল, দু’গালে দুটো কষিয়ে থাপ্পর মেরে বলেছে, সভা এখানেই হবে। বিজেপি-র বাড়া ভাতে ছাই!"

বারাসাতে মিলল জাল পানীয় জলের কারখানার হদিশ, পাকড়াও মালিক

বিজেপিকে ভাইরাসের সাথে তুলনা করেন অভিষেক। তাঁর কথায় এই ভাইরাসের প্রথম ডোজ পড়বে পুরসভা ভোটে ও দ্বিতীয় ডোজ বিধানসভা ভোটের সময়। 

Post a Comment

Previous Post Next Post