Durga Puja : পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা

Durga Puja : পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা

সায়ন ঘোষ : আশ্বিনের 'শারদ প্রাতে' মহালয়া (Mahalaya) তিথিতে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনার মাধ্যমেই দেবী দুর্গার চক্ষুদান করা হয়ে আসছে। আক্ষরিক অর্থে দুর্গাপুজোর (Durga Puja) সূচনা হল আজ।

Durga Puja : পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা
পুরাণ থেকে শুরু করে মহাভারত, মহালয়ার দিনটিকে ঘিরে আছে নান কাহিনী। রামায়ন অনুসারে, রাবণ বসন্ত কালে দুর্গা (Durga) পুজো করতেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত।


আবার পরবর্তীকালে শ্রীরামচন্দ্র শরৎকালে দুর্গাপুজোর (Durga Puja) আয়োজন করতেন, যা অকালবোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়ার সূচনা হয়েছে।  



Post a Comment

Previous Post Next Post