সায়ন ঘোষ : রাজ্যে প্রায় ছয় মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন (Local Train)। আজ নবান্ন থেকে ঘোষণা করেন সয়ং মুখ্যমন্ত্রী। আগামী পয়লা নভেম্বর, সোমবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। কিন্তু ৫০ শতাংশ যাত্রী নিয়ে আপাতত চলবে ট্রেন।
রাজ্যে লোকাল ট্রেন এক প্রকার লাইফলাইন। প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ বনগাঁ, হাওড়া ও শিয়ালদহ শাখা দিয়ে যাতায়াত করেন। যদিও দক্ষিণ ও পূর্ব রেল সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে তারা লোকাল ট্রেন চালানোর জন্য আগে ভাগেই তৈরি ছিল। আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আরো স্বাভাবিক করার প্রস্তুতি শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।
Mamata Banerjee : ভুয়ো সাংবাদিকদের ধরতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে
উল্লেখ্য, মুম্বইয়ে গত বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন। রাজ্যে আগামীকাল চারটি আসনের উপনির্বাচন। লোকাল ট্রেন তার পরের দিন থেকেই চলবে স্বাভাবিক নিয়মে। আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিম রেল ১,৩৬৭টি এবং মধ্য রেল ১,৭৭৪টি লোকাল ট্রেন চালাবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, "লোকাল ট্রেন চালু হলেও, সকল সাধারণ মানুষের কাছে আর্জী থাকবে তাঁরা যেন অতি জরুরি কারণ ছাড়া লোকাল ট্রেনে সফর না করেন।"
সাম্প্রতিক কালে রেলের সব কটি শাখাতেই কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, নভেম্বরের ১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হবে। তারপরেই আজ ঘোষণা করেন লোকাল ট্রেন চালুর কথা।