রিয়া গিরি : গত বছরের ন্যায় এ বছরও দুর্গো পুজোর মন্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা নির্দেশিকা জারি করল হাইকোর্ট। করোণা আবহের জেরে এবছরও বিধিনিষেধ মেনে দূর্গোপূজোর আয়োজন করা হয়েছে। কিন্তু পুজোর মন্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্ট।
জাতীয় স্তরের অ্যাথলিট হয়েও দিনমজুর খাটছেন রিঙ্কু
দর্শকশূন্য মণ্ডপে পুজোর অনুমতি দিলো উচ্চ আদালত। প্রতিটি মণ্ডপ গুলি কে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে পুজোর আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। বড় ক্লাবগুলির পুজোর ক্ষেত্রে ২৫ জন সদস্য তালিকা তৈরি করতে হবে এর বাইরে মন্ডপের অন্য কেউ ঢুকতে পারবেন না। নির্দিষ্ট বিধিনিষেধ মেনে মাক্স স্যানিটাইজার ব্যবহার করে তবেই মধ্যে প্রবেশ করানো হবে। অনুরূপভাবে ছোট ক্লাবগুলির ক্ষেত্রে বলা হয়েছে ১৫ জন সদস্যকে ঢোকার অনুমতি দেয়া হবে। আর দর্শনার্থীদের মন্ডপ এর ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
লুঙ্গি পরে অনলাইন পরীক্ষা দিতে বসায় বহিষ্কার করা হলো শিক্ষার্থীদের
করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কতটা পরিমাণে জোরালো হবে তা নির্ভর করছে পুজোর মোরসুমেই।করোনার গাইডলাইন গুলো মেনে দর্শনার্থীদের আসার অনুরোধ জানিয়েছে সমস্ত ক্লাব কর্তৃপক্ষরা। কিন্তু বিধি-নিষেধ কতটা কার্যকরী হয় তা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন।