স্ত্রীকে কুপিয়ে খুন করে নিজেই ফোন করলেন থানায়

Kill-and-kill-his-wife-then-dial-100-himself-Chanchalya-in-Manoharpukur-area

ঈশিতা সাহা : প্রথমে নিজের স্ত্রীকে রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে খুন স্বামীর। মেয়ে বাধা দিতে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ। তারপর নিজেই লালবাজার থানা পুলিশে ফোন করে জানালেন স্বামী।এমনই ঘটনা উঠে এসেছে কাল রাতে রবীন্দ্র সরোবর এলাকার মনোহরপুকুর রোডে। ধৃতের নাম অরবিন্দ বাজাজ।

অবশেষে অভিষেকের জনসভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট, তৃণমূলের প্রত্যাবর্তন করতে পারেন রাজীব

পুলিশ সূত্রে খবর, মনোহরপুকুর রোডে ৩৩/সি  ফ্ল্যাটে চার তলায় থাকতেন অরবিন্দ বাজাজ ও তার স্ত্রী প্রিয়াঙ্কা বাজাজ। তাদের একটি কন্যা সন্তানও আছে। প্রিয়ঙ্কা বাজাজের বাবার সিমেন্টের ব্যবসা ছিল। চার বছর আগে অরবিন্দ সেখানেই কাজ করত। কিন্তু ক্রমেই ব্যবসা খারাপ হতে শুরু করেছিল। করোনা পরিস্থিতি এবং লকডাউনের সময় তা আরও খারাপ হয়। কাজ হারান অরবিন্দ। প্রায় দুই বছর হতে চলল কর্মহীন সে।

বিয়ে বাড়িতে গান বাজানোর অপরাধে ১৩ জনকে হত্যা করল তালিবান

অন্যদিকে সংসারের খরচ চলছিল প্রিয়াঙ্কার উপর দিয়েই। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আর্থিক সমস্যা এবং বৈবাহিক সম্পর্কের এই টানাপোড়েনের কারণেই বাচশা আর তারপর নিজের স্ত্রীকে ছুরি দিয়ে খুন করলেন অরবিন্দ। মাকে বাঁচাতে আসলে মেয়ে আদিকার শরীরেও চালায় ধারালো অস্ত্রের কোপ।

PM কিষাণ যোজনায় বাধ্যতামূলক করা হয়েছে যে ডকুমেন্টগুলো, আজই আবেদনের শেষ দিন

ঘটনাস্থলে পুলিশ এসে  দুজনকে এসএসকেএমে পাঠানোর হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রিয়ঙ্কা বাজাজকে (৪৫) মৃত বলে ঘোষণা করে।অভিযুক্ত অরবিন্দকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনায় তদন্ত চলছে।

Post a Comment

Previous Post Next Post