রেড রোডের গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন জগদীপ ধনকর

Jagdeep-Dhankar-laid-a-wreath-at-the-Gandhi-statue-on-Red-Road

রিয়া গিরি : আজ দেশজুড়ে মহাত্মা গান্ধীর  ১৫২ তম জন্মদিন পালন হচ্ছে। শ্রদ্ধা জানানো হচ্ছে মহাত্মা গান্ধীকে।ঠিক একইভাবে  এ রাজ্যে ও গান্ধীজীর জন্ম তিথি উপলক্ষে  রাজ্যপাল জগদীপ ধনকর মাল্যদান করলেন।

ফের রাজনৈতিক মহলে দেখা মিলবে নুসরাত জাহানের

রেড রোডের গান্ধী মূর্তিতে রাজ্যপাল জগদীপ ধনকর মাল্যদান  করলেন। রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রাজ্যপাল গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করলেন।

জলে তলিয়ে গেল শিশুর দেহ, নিথর দেহ নিয়ে এলেন বাবা

এই দিন সকাল এগারোটা নাগাদ তিনি রেড রোডের উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনি বলেছেন আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। শ্রদ্ধা জানাতে এসেছি। অন্য কোন বিষয়ে মন্তব্য করব না। ভারতবর্ষের জন্য মহাত্মা গান্ধীর অবদান মানুষ কখনো ভুলবে না। ঠিক এই কথা বলেই তিনি প্রস্থান করেন।

Post a Comment

Previous Post Next Post