রিয়া গিরি : ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রশংসা করলেন WHO প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামিনাথান। বিশ্বের দরবারে ভারতের ৭৫ বছরের চিকিৎসা ব্যবস্থার উন্নতি চোখে পড়ার মত হয়েছে। সম্প্রতি করোনার সময় কালে একটি বেসরকারী সংবাদমাধ্যমের অনুষ্ঠানে WHO এর প্রধান বিজ্ঞানের সৌম্যা স্বামীনাথন ভারতের চার বড় চিকিৎসা ব্যবস্থায় কৃতিত্বে ও ভারতের নজিরবিহীন সাফল্যের প্রশংসা করেছেন।
PM Jan Dhan Yojana : শুধু একটি মিসড কল দিয়েই আপনার জন ধন অ্যাকাউন্টের ব্যালেন্স জানুন
শুধুমাত্র করোনা সময় কালে নয় ভারতবর্ষের শিশুও প্রসূতির মৃত্যু ও দেশ পোলিও দূরীকরণের সমস্যা ছাড়াও ইউনিভার্সাল হেলথ কভারেজের দিক থেকেও অনেকটাই উন্নতি হয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি করোণা সময়কালেই গোটা দেশ সহ বিশ্বে কিভাবে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছেন তার ও উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্ম দিনে প্রায় ২৩.১ মিলিয়ন করোনা টিকা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
ম্যান মেড ফ্ল্যাডের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি এও বলেন 'বিশ্বের ফার্মাসি ভাণ্ডারে পরিণত হয়েছে ভারত'অনুষ্ঠানের মঞ্চ থেকেই এমন মন্তব্য করতে শোনা যায় সৌম্যা স্বামীনাথন কে।করোণা পরিস্থিতিতে ভারত যে অসাধারণ কর্ম দক্ষতার পরিচয় দিয়েছে সে বিষয়টিও তিনি বার বার উল্লেখ করেছেন। গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার প্রথম তালিকায় ভারত ও রয়েছে তা তিনি স্বীকার করেন। গত ৭৫ বছরে এই সাফল্য ভারতের অন্যতম বড় কৃতিত্ব বলে দাবি করেছেন তিনি।