মণ্ডপ ভাঙচুর ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ইসকনের বিবৃত্তি

 


ISKCONs-statement-on-the-safety-of-minorities-in-the-incident-of-vandalism-of-the-mandapa

অম্লিতা দাস : বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই পুজোতেও ভয়াবহ ঘটনার সাক্ষী হল বাংলাদেশ। পূজামণ্ডপে হামলার সাথেই ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা উঠে আসে। দুর্গাপুজোর সময়েই প্রতিমা ভেঙে দেওয়ার মত অমানবিক ঘটনা দেখা যায় এখানে। এই নিয়েই ইসকন কতৃপক্ষ এবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য জানায়।

ফের বোমাবাজির ঘটনায় স্তব্ধ ভাটপাড়া

লিখিত বিবৃতির সাথেই বাংলাদেশ প্রশাসনকে ইসকন কতৃপক্ষ জানায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য। পুজোর মরশুমেই বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি সহ একাধিক এলাকায় হামলা চলে। নোয়াখালির ইসকন মন্দিরে মারা যান চার জন। বাংলাদেশের একাধিক অঞ্চলে প্রতিবাদ শুরু হয়েছে। এমন ঘটনায় সন্দেহে ধৃত চার হাজারেরও অধিক মানুষ।

ফের বোমাবাজির ঘটনায় স্তব্ধ ভাটপাড়া

এমন ঘটনায় তৎপরতা দেখিয়েছেন প্রশাসনে শেখ হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এ ঘটনা পূর্ব পরিকল্পিত। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ইসকন কতৃপক্ষ। লিখিত বিবৃতিতে দোষীদের শাস্তির সাথে সাথেই সংখ্যালঘুদের জীবন সংশয় নিয়ে চিন্তা প্রকাশ করেন তাঁরা। শুধুই হিন্দু না সাথে খ্রিষ্টান, বৌদ্ধ সহ বাকি ধর্মেরও সুরক্ষা চেয়েছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post