সামনে গ্রিল, নিচে অস্ত্র কারখানা; উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার

Huge-arsenal-recovered-from-the-arms-factory-below-the-front-grill


প্রতিনিধি : শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার জীবনতলা থানা এলাকার বিবির আবাদ এলাকায় উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার। ঘটনায় জড়িত বাড়ির মালিক রাজ কুমার হালদারকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ।

খড়দায় 'জাল ভোটার' পাকড়াও করলেন বিজেপি প্রার্থী

জেলা পুলিশ সূত্রে খবর ওই এলাকায় একটি বাড়িতে গ্রীল কারখানা চালাতো রাজ কুমার হালদার নামে জড়িত ব্যক্তি। সামনে গ্রিলের কারখানা এবং মাটির নীচে পাতালঘরে অস্ত্রের কারখানা। কারখানায় যেতে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল।জীবনতলা থানা এলাকার তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতের বিবিরাবাদে এই কারখানার হদিশ পুলিশের কাছে গোপন সুত্রে এসেছিল। এরপরে কারখানার উপর কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ।

অফলাইন নয়, অনলাইনেই হোক পরীক্ষা! দাবি তুলে বোর্ডকে চিঠি অভিভাবকদের

এরপরই শুক্রবার সন্ধ্যায় বারুইপুর জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ হানা দেয় ওই গ্রীল বাড়িতে। তারপরই মাথায় হাত। ওই ব্যক্তির বাড়ির একটি নির্দিষ্ট ঘর থেকেই সুড়ঙ্গের মাধ্যমে ওই পাতালঘরে পৌঁছানো যেত। সেই ঘর থেকে  ৯টি একনলা পাইপগান, ৪টি নির্মীয়মান বন্দুক, ৭টি ওয়ান শাটার, স্প্রিং আয়রন রড, ড্রিল মেশিন হ্যান্ড ড্রিল, হাতুড়ি ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

রক্তের সংকট মেটাতে ব্লাড ব্যাংকের আবেদনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন পুলিশের

বিষয়টি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যকর উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। এদিন আদালতে তোলা হয়েছে বাড়ির মালিক রাজ কুমার হালদারকে। বিপুল পরিমাণে অস্ত্রের কারাগারের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ।

Post a Comment

Previous Post Next Post