ঈশিতা সাহা : বৃহস্পতিবার সকালে আচমকাই এনআরএস হাসপাতালে (HOSPITAL) অক্সিজেন সিলিন্ডার লিক করতে শুরু করে। প্রাথমিকভাবে বিষয়টি আন্দাজ করতে পারেন হাসপাতাল কর্মীরা। নিজেরাই নিরাপত্তা ব্যবস্থা নিতে শুরু করেন। যদিও গোটা বিষয়টি খবর পান রোগীরাও। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
সিসি (CCTV) ক্যামেরায় চলবে নজরদারি, পুজোতে অপরাধ ঠেকাতে নয়া ব্যবস্থা চন্দননগর পুলিশের
সাতসকালে সিলিন্ডার লিক করার ঘটনাটি প্রথমে হাসপাতাল কর্মীরাই আন্দাজ করেন। কিন্তু তার ফলে যাতে হাসপাতালে অস্থির পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য প্রাথমিকভাবে নিরাপত্তা ব্যবস্থাও নেন। প্রথমে রোগীদের নিজের ওয়ার্ডেই থাকতে বলা হয়।
MAMATA BANERJEE : আজ দুপুরে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা
খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। দমকল তরফে বলা হয়, হাসপাতাল কর্মীদের দ্রুত পদক্ষেপেই বড়সড় একটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে হাসপাতালে আগে এরকম কোন ঘটনা হয়নি। আচমকাই কিভাবে সিলিন্ডার লিক করলো তা খতিয়ে দেখা হচ্ছে।