ঈশিতা সাহা : আজ দুপুরে আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে ক্লক টাওয়ার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ভার্চুয়াল নির্দেশে বেলা বেজে বারোটায় শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
১৫ই নভেম্বর থেকে আবার খুলবে স্কুল ও কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলিপুরদুয়ার শহরের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে এবছর ভোটের ফল প্রকাশের আগেই টাওয়ার ক্লকের কাজ শুরু হয়েছিল। মাঝে ভোট ও ভোটের ফল প্রকাশের কারণবসত কয়দিন বন্ধ হয়ে থাকে কাজ। অবশেষে দুর্গা পুজোর আগে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের অধীনে সম্পূর্ণভাবে ক্লকটির কাজ শেষ হয়।
"দুয়ারে সিঁদুরখেলা" কর্মসূচি পালনে বাড়ির দরজায় মহিলা তৃণমূল কংগ্রেস
রঙিন আলোর সাজসজ্জায় আলিপুরদুয়ার চৌপথিতে বসানো হয়েছে ক্লকটি। প্রায় ৫১ লক্ষ টাকার মূল্যে টাওয়ার ক্লকের নির্মাণ করা হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ ও অন্যান্য তৃণমূল দলনেত্রীরা। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল নির্দেশের পরই শুরু হয় অনুষ্ঠানটি।
কোভিড বিধিতে কড়া পদক্ষেপ! না মানলেই সরাসরি গ্রেফতার
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই আলিপুরদুয়ার শহরের ইঞ্জিনিয়ারিং কলেজ সহ পলিটেকনিক কলেজের নির্মাণ করা হয়। এবছরই আলিপূর্দুয়ার কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগেই আলিপুরদুয়ার শহরের বুকে ফ্লাইওভারের নির্মাণ করা হয়েছিল। তবে আলিপুরদুয়ারের একাধিক উন্নয়ন প্রকল্পে খুশি শহরবাসীও।