সার্বভৌম সমাচার : ভারত সীমান্তে প্রতিনিয়ত নিত্যনতুন পন্থায় সোনা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা এবার তা রুখে দিল পেট্রোলের কাস্টমস অফিসাররা। কাস্টম সূত্রে জানা গিয়েছে পরপর তিন দিনে ৫ ব্যক্তির কাছ থেকে ১ কিলো ৩৯৪ গ্রাম সোনা বাজেয়াপ্ত হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৬৯ লক্ষ টাকা।
বড় খবর! ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন: নির্বাচন কমিশনের রিপোর্ট
সূত্রের খবর, চলতি সপ্তাহে ২৩ তারিখে মহারাষ্ট্রের এক বাসিন্দা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় সন্দেহজনকভাবে আটক করে পেট্রাপোল কাস্টমস। তাকে তল্লাশি করে তার অন্তবাস থেকে ৩৬৯ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। কাস্টম সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি তার অনন্ত বাসে ক্যাপসুলের মধ্যে সোনা নিয়ে আসছিল।
সুজন- শুভেন্দুর সাক্ষাতে জল্পনা উঠল বিধানসভায়
শুক্রবার আবার তিন ব্যক্তির কাছ থেকে ৬৭৫ গ্রাম সোনা উদ্ধার করে। তারা তাদের হাতে সোনার কালার পরিবর্তন করে বালা বানিয়ে পাচারের চেষ্টা করছিল। শনিবার ফের এক ব্যক্তির মোবাইলের ব্যাটারির নিচ থেকে ৩৫০ গ্রাম সোনা উদ্ধার করে। কাস্টম সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি তার মোবাইলের ব্যাটারির নিচে সোনার পাত নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। সব মিলিয়ে এক কিলো 400 গ্রাম সোনা বাজে তো করল পোস্টাল কাস্টমস ।