রিয়া গিরি : রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। বিজেপির (BJP) সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিদেরই বিজেপি (BJP) প্রার্থীর লিস্টে রেখেছে। চার কেন্দ্রের প্রার্থী কতটা এগোতে পারে তাই দেখবার। যদিও গেরুয়া শিবির নিজেদের সঙ্গে যুক্ত নামগুলি কেই প্রার্থীদেরই তালিকায় রেখেছ।
DURGA PUJA : মহালয়ায় ব্যস্ততা তুঙ্গে কুমোর পাড়ায়
বিজেপির জন্য সবচেয়ে ভাল ফল এনে দিতে পারে শান্তিপুরের আসন। নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাসকে গেরুয়া শিবির তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। পেশায় তিনি স্কুলশিক্ষক এবং তিনি শান্তিপুরের ই বাসিন্দা। আরেকটি উল্লেখযোগ্য আসন হল দিনহাটা কেন্দ্র। সেখানে প্রাক্তন তৃণমূল নেতা অশোক মন্ডল কে প্রার্থী করেছে গেরুয়া শিবির। অশোক বাবু একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘকাল ধরে তিনি তৃণমূলের হয়ে কাজ করে এসেছেন। এমনকি বিধায়ক হয়েছেন তৃণমূলের টিকিটেই। ২০১৬ সাল নাগাদ বিজেপিতে তিনি যোগ দিয়েছেন এবং এই বছর তাকেই সামনে রেখে পথে এগোতে চলেছে গেরুয়া শিবির।
Uric Acid : মাত্র এক চা চামচ পরিমাণ ব্যবহার করলেই তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে থাকবে ইউরিক অ্যাসিড
বাকি দুটি কেন্দ্র গুলির মধ্যে একটি হলো খড়দহ এবং অপরটি হলো গোসাবা। যেখানে গেরুয়া শিবির রাজনীতির পথ থেকে অনেকটা পিছিয়ে থাকার প্রার্থী বাছাই করতে তাদের একটু কষ্ট হয়েছে। শেষমেষ ভেবেচিন্তে বয়সে তরুণ পলাশ বাবু নামে একজন তৃণমূলের নেতা কে সামনে রেখে এগিয়ে চলতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে খড়দহে বিজেপির হয়ে লড়ছেন জয় সাহা তিনিও বয়সে তরুণ। এবার গেরুয়া শিবির কতটা এগোতে পারে তাই দেখবার। যদিও বিজেপির নেতারা তাদের এই সিদ্ধান্ত নিয়ে অনেকটাই নিশ্চিত।