ঈশিতা সাহা : ব্যক্তি গোপনীয়তা নিরাপত্তার অধিকার রাখা জরুরি। সন্ত্রাসবাদি কার্যকলাপে সেই গোপনীয়তায় হস্তক্ষেপ পড়লে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রের। শুধু উচ্চপদস্থ নেতারাই পেগাসাস কাণ্ডের শিকার হয় নি, সাংবাদিক সহ সাধারন মানুষের নামও উঠে এসেছে তালিকায়।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন কেন্দ্রের তরফ থেকে উত্তরের অপেক্ষায় ছিল কোর্ট। অবশেষে ব্যক্তি তথ্য গোপনীয়তা সুরক্ষার স্বার্থে এবার সিট গঠন করা হয়েছে। তিন প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠন হচ্ছে এই কমিটি। সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যেই এই কমিটি কাজ করবে। আট সপ্তাহ পর মামলার শুনানি হবে। এই কমিটির তত্ত্বাবধান দায়িত্বে থাকবেন প্রাক্তন বিচারপতি আর বি রবীন্দ্রনের উপর। অবশ্যই 'নীরব দর্শকের ভূমিকা' পালন করতে পারে না কোর্ট।
শিশুদের বিনামূল্যে করোণা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল বেসরকারি হাসপাতাল
এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, 'এটা অনস্বীকার্য যে নজরদারির অধীনে এটি মানুষের অধিকার এবং স্বাধীনতাকে প্রভাবিত করে। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং তাদের দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে যুক্ত। এই জাতীয় প্রযুক্তি সংবাদপত্রের অধিকারের উপর প্রভাব ফেলতে পারে। মিথ্যা তদন্ত ও সত্য উদঘাটনে কমিটি গঠন করা হয়েছে। গোপনীয়তার অধিকার লঙ্ঘন পরীক্ষা করা প্রয়োজন। ভারত সরকারের এই প্রেক্ষিতে কোনও স্পষ্ট অবস্থান নেই। ভারতীয়দের নজরদারি করে বিদেশী সংস্থার জড়িত থাকার গুরুতর উদ্বেগ রয়েছে।'
মৃত্যুর 'হুমকি' রোগীকে, নার্সের বিরুদ্ধে চরম বিক্ষোভ উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে
এদিকে সাইবার আইন বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন,"অবশেষে ডেটার প্রাইভেসিকে গুরুত্ব দেওয়া হল। বর্তমানে পেগাসাস জাজমেন্ট যুগান্তকারী জাজমেন্ট হতে চলছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আগামী দিনে ভারতবর্ষের সাইভার দুনিয়ার ভবিষ্যতে একটি গাইডলাইন হতে চলছে।"
মালদার ইংরেজবাজারে যুবকের রহস্যময়মৃত্যু ঘিরে চাঞ্চল্য
অবশ্য সুপ্রিমকোর্টের এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে কোন মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে মান্য। আদালত যেমন রায় দিয়েছে তেমনি কাজ হবে। কমিটি কাজ করবে ও কোর্ট বুঝবে। তাতে আমাদের দিক থেকে কোন মাথা ব্যথা নেই।
Petrol-Diesel : অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল, মাথায় হাত সাধারণের
পেগাসাস সম্পর্কে সর্তকতা-
* প্রথমে ফোনে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাঠানো হয়।
* ভুলবশত লিংকে ক্লিক করলেই ইন্সটল হয়ে যায় পেগাসাস।
* হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমে ইন্সটল হতে পারে পেগাসাস।
* কল রিসিভ না করলেও ইনস্টল হয়ে যেতে পারে।