Petrol-Diesel : অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল, মাথায় হাত সাধারণের

Fire-priced-petrol-diesel-hands-on-head


সার্বভৌম সমাচার : এমনিই জ্বালানির দাম অগ্নিমূল্য। সাথেই এবার গোটা দেশে নয়া রেকর্ড তৈরি হয়েছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধিতে। দেশের বেশ কয়েকটি রাজ্যে পেট্রোলের দাম ১১৫ টাকা পেরিয়ে গেছে। সাথে ডিজেলের (Diesel) দামেও সেঞ্চুরি পেরিয়েছে। এভাবেই জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে ধীরে ধীরে।

আজ থেকেই তৃণমূলের গুরুদায়িত্বে বাবুল, টুইট করে জানালেন নিজেই

গত এক সপ্তায় পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধি পেয়েছে ৫-৬ টাকা প্রতি লিটারে। দিল্লিতে (DELHI) প্রতি লিটার পেট্রোল ১০৭.৫৯ টাকা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোল ১১৪ টাকা। লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়।

অন্যদিকে কলকাতাতেও (KOLKATA) বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম 108.11 টাকা এবং ডিজেলের দাম 99.43 টাকা। প্রায় সেঞ্চুরির। এছাড়াও রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা। সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৬৪ পয়সা। শুধুমাত্র দক্ষিনবঙ্গের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গাতে ১০০ টাকার কাছাকাছি দাম ডিজেলের।

কংগ্রেসে যোগ দেওয়ার নতুন শর্ত : দূরত্ব বজায় রাখতে হবে মাদক- অ্যালকোহল থেকে

সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেল উৎপাদনকারী বিভিন্ন দেশের সাথেই কথা বলা হয়েছে, চাহিদা ও যোগানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য। তবে সেখানেও দেখা গিয়েছে আপাতত সুরাহা হওয়ার কোনও সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলের দাম কমানোর বিষয়ে সরকার সংস্থার দামের উপরে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে। এভাবে প্রত্যেকদিন দাম বাড়ায় উদ্বিগ্ন সরকারও। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের দামে জিএসটি (GST) বসানো নিয়েও সরকার রাজি আছে বলে সূত্রে জানা যাচ্ছে।



Post a Comment

Previous Post Next Post