রিয়া গিরি : দুর্গাপূজো শেষ হওয়ার সাথে সাথেই লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠেন বাঙালি। শারদ পূর্ণিমাতে দেশের বিভিন্ন প্রান্তে এই পূজার প্রচলন রয়েছে। লক্ষ্মী পুজোতে দেবী লক্ষ্মী কোজাগরী রূপে পূজা করা হয়। কোজাগরী বলার পেছনে রয়েছে এক বিশেষ কারণ। কথিত রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজার দিন দেবী স্বর্গ থেকে মরতে নেমে আসেন এবং সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। এই পুজোর নিয়ম রয়েছে অনেকগুলি। নির্দিষ্ট সময়ে পুজো শেষ না হলে কোন সুফল পাওয়া যায় না।
পূর্বপরিকল্পিত হামলা দুর্গামন্ডপে: মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
এবছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ধরা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। ১৯ এবং ২০ অক্টোবর। যা ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হয়ে যাবে আর শেষ হবে ২০ অক্টোবর রাত ৮ টা ২৬ মিনিটে। ভালো সুফল পেতে মা লক্ষ্মীর পূজার্চনা সময়ের মধ্যেই সেরে নিতে হবে। যদিও এই সময়কালের মধ্যে সবচেয়ে শুভ হল রাত ১১ টা ৩৫ মিনিট থেকে ১২ টা ২৭ মিনিট পর্যন্ত। এইসময় দেবীর আরাধনা করলে কখনো তিনি ভক্তদের নিরাশ করবেন না।