মৃত্যুর 'হুমকি' রোগীকে, নার্সের বিরুদ্ধে চরম বিক্ষোভ উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে

 

Extreme-protests-against-the-nurse-the-threat-of-death-to-the-patient-at-Uluberia-Sub-Divisional-Hospital

ঈশিতা সাহা: গতকাল রাতে উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে এক নার্সের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। হাসপাতলের বিক্ষোভ সামলাতে নামানো হয় RAF।

আইআইটি খড়গপুর ক্যাম্পাস রিকল লিস্ট বিস্তৃত করছে

ঘটনার সূত্রপাত, কাল দুপুর ১২ টা নাগাদ উলুবেরিয়া এলাকার বাসিন্দা এক অষ্টম শ্রেণীর ছাত্রী মায়ের সঙ্গে ঝগড়া বিবাদে বাথরুমের ফিনাল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পড়ে সঙ্গে সঙ্গে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঘণ্টা পেরিয়ে গেলেও  কোন চিকিৎসক তাকে দেখতে আসেননি। শুধুমাত্র একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে রাখা হয়েছিল অষ্টম শ্রেণির ওই রোগীকে।

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

পরিবারের লোকের অনেক বার বলা সত্ত্বেও কোনরকম সাহায্য করা হয়নি হাসপাতাল থেকে। এরপর সন্ধ্যায়- রাত্রি নাগাদ রোগী অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় হাসপাতালের এক নার্স কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এমন অবস্থায় রোগীর পরিবারের বিরুদ্ধে উত্তেজিত হয়ে পরেন ওই নার্স। অকথ্য ভাষায় ভুল ইনজেকশন দিয়ে রোগীকে মেরে ফেলার হুমকি দেন তিনি।

স্বামী পরকীয়ায় মত্ত! বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টার স্ত্রীকে

ঘটনার পর চরম উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল ওয়ার্ডে। বিক্ষোভে ফেটে পড়েন রোগী ও তার পরিবারের আত্মীয়রা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসেন উলুবেড়িয়া থানা পুলিশ। নামানো হয় RAF। পরে ওই রোগীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে সেখানে তার চিকিৎসাধীন করা হচ্ছে।

অবৈধ সম্পর্ক বাঁচাতে স্বামীকে খুন, উধাও সন্তান

এদিকে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মামলা তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। বিষয়টি সম্পর্কে ওই নার্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post