বছরে ৫ কোটি টাকা দিয়েও বন্দর শহরের আবর্জনার পাহাড়, ক্ষুব্দ হলদিয়াবাসী

 

Even-with-5-crore-rupees-a-year-the-people-of-Haldia-are-angry

রিয়া গিরি : পুরসভা অধিকৃত হলদিয়া এলাকায় অতিরিক্ত আবর্জনা জমায়েত খুব হলদিয়া বাসী। উৎসবের মরসুমে আবর্জনার পরিমাণ বাড়ছে হলদিয়াতে। আবর্জনা গুলির মূল ভাগটা আসছে কলকারখানা থেকে।

দুর্গার পর লক্ষ্মীর প্রতিমায় হামলা, চাঞ্চল্য নদীয়া এলাকা

শহর পরিচ্ছন্ন রাখার জন্য বেসরকারি ওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থাকে পুরসভার দায়িত্ব দিলেও তারা নিয়মিত সভায় না করায় শহরজুড়ে আবর্জনার স্তুপ জমছে। নিকাশি গুলো বেহাল অবস্থা হয়ে পড়ায় বিনা মরসুমের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে হলদিয়া।

BJP ATTACK : বনগাঁয় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে

দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ পুরসভার তরফ থেকে আবর্জনা সংগ্রহ করতে নিয়মিত না আসায় এলাকায় জড়ো হচ্ছে আবর্জনা। পুরসভার কর্তৃপক্ষ দেরকে জানালেও এর কোনো সুরাহা মিলেনি। বাড়ি বাড়ি পুরসভার তরফ থেকে আবর্জনা ফেলার বালতি দিলেও তা সংগ্রহ করতে পুরসভার তরফ থেকে দেখা মিলছে না। হলদিয়ার পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে বেসরকারি ওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আবর্জনার টন পিছু প্রায় ২৫০০ টাকা খরচ করলেও তাদের তরফ থেকে ঢিলেমি দেখা দিচ্ছে।

Darjeeling : বিধ্বস্ত পাহাড়, সমস্যায় একাধিক পর্যটক

প্রতিবছর হলদিয়া পৌরসভা ওই সংস্থার পেছনে ৪০ লক্ষেরও বেশি টাকা খরচ করে। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্ষুব্দ পুরসভার কর্তৃপক্ষরা। পুরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডলের তরফ থেকে বলা হয়েছে শীঘ্রই ওই সংস্থার ওপর নজরদারি চলবে। তিনি এও জানান আগের তুলনায় বাড়তি টাকা দেওয়ার পর ওই সংস্থার পরিষেবায় গতি দেখা দিচ্ছে। এই ব্যাপারে তারা শীঘ্রই কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন।


Post a Comment

Previous Post Next Post