শতবর্ষে এসেও ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা


Even-after-the-centenary-the-Prime-Ministers-mother-stood-in-the-voter-line-and-cast-her-vote

রিয়া গিরি : শতবর্ষে এসেও গান্ধীনগর পুরো ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা। একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য সরকার গঠনে অংশগ্রহণ করা। আর সেই কর্তব্য পালন করতে পিছু হটলেন না দেশের প্রধানমন্ত্রীর মা। শতবর্ষে এসেও প্রবীনদের ভোটের  লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি।

প্রয়াত হলেন 'যোদ্ধা আকবর' সিরিয়ালের আকবর স্ত্রী

গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ভূপেন্দ্র প্যাটেল নির্বাচিত হওয়ার পরে পুরসভার কাউন্সিলর বেছে নেওয়ার জন্য ভোট গণনা ছিল আজ। সকালবেলায় সমস্ত ওয়ার্ডে ভোটদাতারা এসে লাইন দিয়ে নাগরিকত্বের দায়িত্বে অংশগ্রহণ করেছেন নিজ দায়িত্বেই। সেই দায়িত্ব থেকে পিছু হটেননি প্রধানমন্ত্রীর মা মীরা ব্যান্। সম্ভবত শতবর্ষের আইয়ু পার করে ও নিজে কর্তব্য পালন করায় সকলের প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post