লক্ষীর ভান্ডারের টাকা না পেয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ, পথ অবরোধ


Demonstration-in-front-of-the-bank-without-getting-the-money-from-Lakshis-store-block-the-road

সোমনাথ দাস : লক্ষীর ভান্ডারের টাকা ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন। কিন্তু বনগাঁ কালুপুর কানাডা ব্যাংকে লক্ষীর ভান্ডার এর টাকা না ঢোকায় বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল ব্যাংকের গ্রাহকরা। দীর্ঘদিনের নানা অভিযোগ নিয়ে রাগে ফেটে পড়েন এলাকাবাসী।

আলিপুরদুয়ারের প্রাণকেন্দ্রে "ক্লকটাওয়ারের" শুভ উদ্বোধন

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নানা পরিষেবা না পেয়ে ব্যাংক একাউন্টের কোন সমস্যার কারণে লক্ষীর ভান্ডার টাকা না ডোকার কারণে ক্ষুব্ধ গ্রাহকেরা বিক্ষোভ দেখাতে শুরু করলো ব্যাংকের সামনে। বিক্ষোভের সাথে সাথে ব্যাংকের এটিএম এর কাছে ভাঙচুর এবং পথ অবরোধ করে বসলো কালুপুর কানাডা ব্যাংকের গ্রাহকরা।

১৫ই নভেম্বর থেকে আবার খুলবে স্কুল ও কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাদের দাবি লক্ষীর ভান্ডার এর টাকা অনেকেই পেয়ে গেছেন কিন্তু যাদের ওই ব্যাংকে একাউন্ট রয়েছে তাদের টাকা ঢুকছে না। তাছাড়াও তারা দীর্ঘদিন ধরে নানা অসুবিধায় ভুগছেন। কোন কারন ছাড়াই ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার দাবি করছেন বিক্ষোভকারীরা। এলাকাবাসীদের দাবি তিন বছর ধরে তারা ব্যাংকে কোন পরিষেবা পাচ্ছেন না এবং কোন ইনফরমেশন ছাড়াই তাদের থেকে  ৫০০, ২০০ কিংবা ১০০ টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে অভিযোগ করলেও ব্যাংক কর্তাদের দাবি মেশিনের খারাপের কারনে টাকা কেটে নেওয়া হচ্ছে এবং গ্রাহকদের সহযোগিতার জন্য অনুরোধ করেন।

"দুয়ারে সিঁদুরখেলা" কর্মসূচি পালনে বাড়ির দরজায় মহিলা তৃণমূল কংগ্রেস

টানা ২ ঘন্টার অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বাহক দের উদ্দেশ্যে ব্যাঙ্ক ম্যানেজার রতন রায় বলেন লক্ষীর ভান্ডার টাকা ডুকছে এই সমস্যাটা বিডিও অফিস থেকে হয়েছে। তিনি দ্রুত এই সমস্যাটির সমাধান করছেন। এটিএম থেকে টাকা কেটে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন পাস বই আপডেট না হওয়ার কারণে একটি ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে মার্চ হয়ে পুরনো পাসবুক থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। নতুন বই আসলে দ্রুত তার সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post