সায়ন ঘোষ : করোনার তৃতীয় ঢেউ এর হাত থেকে বাঁচতে, কেন্দ্র সহ রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন দুর্গাপুজোর (Durga Puja) পাঁচটা দিন মন্ডপে প্রবেশ করা যাবেনা। তবুও মহামারীকে সঙ্গে নিয়েই প্রতিমা বানাতে ব্যস্ততা তুঙ্গে কলকাতার (Kolkata) কুমোর পাড়ায় (Kumartuli)।
মহালয়া তিথীতে কুমোরটুলির (Kumartuli) অলি-গলি জুড়ে মৃৎ শিল্পিদের ব্যস্ততা চোখে পরার মতো। যদিও এবছর দূর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি প্রথমের দিকে এতোটা তোরজোড় না থাকলেও শেষের মুখে দুর্গাপূজোর (Durga Puja) জাঁক-জমক বেশি হওয়ার ফলে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিমা শিল্পীদের।
জাঁক-জমক এর সাথে সাথেই সমস্যায় পরতে হচ্ছে কুমোরটুলির (Kumartuli) ঠাকুরের বায়নার ক্ষেত্রেও। প্রতিমা শিল্পীরা জানান, "করোনার জন্য প্রথমে এতটা বায়না ছিল না প্রতিমার, তবে পরবর্তী সময়ে চাহিদা বেড়েছে।" বৃষ্টির মরসুমে তড়িঘড়ি ঠাকুর শুকিয়ে সম্পূর্ন রূপ দেওয়ার পর কাজ সেরে, চতুর্থীর মধ্যেই মন্ডপে প্রবেশ করবে প্রতিমা।