ঈশিতা সাহা : করোণা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের স্বাস্থ্য দপ্তরের চিন্তার ভাঁজ কপালে। একাধিক জেলায় শুরু হয়েছে লকডাউন ও বিধি নিষেধ।
আজ সকালে ৩ কৃষক আন্দোলনকারীকে পিষে দিল ট্রাক, আহত ৩ জন
পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘন্টায় করোণা পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.২৫%।স্বাভাবিকভাবেই বর্তমানে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে উত্তপ্ত পরিস্থিতি গোটা রাজ্যে।
পিছিয়ে গেল সূচি, পুরসভা নির্বাচন শেষেই হবে পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কায় সোনারপুর ,রাজপুর এলাকায় কার্যত লকডাউন।তিন দিন করা বিধিনিষেধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে মেদিনীপুর ,খড়গপুর এলাকায় মাইক্রোকনটেন্টমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।
এবার, মাইকের মাধ্যমে প্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে সর্তকতা বৃদ্ধিতে তৎপর পুলিশ প্রশাসনও। রাজ্যের একাধিক জেলায় মাক্স বিতরণ ও সতর্কতা প্রচার শুরু হয়েছে।