করোণা সংক্রমণ রুখতে বালুরঘাটে শুরু হলো কনটেইনমেন্ট জোন


Containment-zone-has-been-started-in-Balurghat-to-prevent-corona-infection


জয়দ্বীপ মৈত্র : দুর্গা উৎসব  শেষ  হতেই রাজ্য জুড়ে করোনার গ্রাফ উর্ধমূখী। এবার সেই পরিস্থিতিতে করোনা সংক্রমন রুখতে আবার উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আর সেই কারণেই ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।

আজও হিলিতে নিয়ম নিষ্ঠার সাথে পুজিত হন ভৈরবী মাতা

দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের দুটি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জানা গেছে, বালুরঘাট শহরের রথতলা এলাকা ও বুড়ি মা কালী এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকাগুলিতে। এলাকাগুলিতে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের নানান বিধি-নিষেধ আরোপ করছে পুলিশ প্রশাসন।

Local Train : রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন, আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এই ট্রেন

পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন আরো বেশ কিছু এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে। প্রসঙ্গত, সেই তালিকায় রয়েছে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকা, নারায়ণপুর এবিটিএ ভবন সংলগ্ন এলাকা, উত্তরণ ক্লাব এলাকা সহ মোট নয়টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে এমনই তথ্য জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post