"মোদির শক্তিশালী হয়ে ওঠার পেছনে দায়ী কংগ্রেস" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

Congress-is-responsible-for-Modis-rise-to-power-says-Mamata-Banerjee

অম্লিতা দাস: গোয়ায় মুখ্যমন্ত্রী। আজ সেখান থেকেই তার মন্তব্যে উঠে এল বেশ কিছু তথ্য।  মোদির শক্তিশালী হই ওঠার জন্য কংগ্রেসকে দায়ী করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বাঙলার মুখ্যমন্ত্রী গোয়ায় পৌঁছান।  গোয়ার ডোনা পাওলা ইন্টারন্যাশনাল সেন্টারেই থাকছেন তিনি।শনিবার আরবসাগরের তীরবর্তী কোঙ্কন উপকূলে দাঁড়িয়ে তিনি বলেন মোদি এত শক্তিশালী হতে পারতেন না যদি কংগ্রেসের মত বিরোধী দল সক্রিয় থাকত। জাতীয় স্তরের এই রাজনীতি দল ঠিকভাবে কাজ করলে আজ মোদি এত শক্তিশালী হতে পারতনা বলেই তাঁর মত।

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হলো লক্ষাধিক টাকার সোনা

অবশ্য প্রশান্ত কিশোর বলেছেন, বিষয়টা হারজিতের নয়,বিষয়টা মোদির থাকা না থাকা নিয়েও নয়,তবে আগামী কিছু বছরে বিজেপিকে ক্ষমতা থেকে  সরানো বেশ কঠিন। তবে এ মতের ব্যাখ্যা দিয়ে মমতা বলেছেন এই কথার অর্থ বিজেপিকে হারানো তখনই সম্ভব হবে যখন সব বিরোধী দল একত্রিত হবে।

এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হলের সূচনা হলো কাশ্মীরে

রাজ্য ঠিক হলেই দেশ ঠিক হবে নয়ত দেশ ভুগবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,  কংগ্রেস রাজনীতিতে গুরুত্ত্ব দিচ্ছেনা। কেউ একজন যদি সিদ্ধান্ত না নেয় তাহলে দেশ ভুগবে। বিজেপির বিরুদ্ধে না লড়ে রাজ্য আমার বিরুদ্ধে যাচ্ছে। এভাবেই বিজেপি সুযোগ পেয়ে যাচ্ছে।

খড়দায় 'জাল ভোটার' পাকড়াও করলেন বিজেপি প্রার্থী

মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের কারন কংগ্রেসের প্রকৃত ভোটে জোট তৈরি করতে না এগিয়ে আসা।  তাই আজ শনিবার গোয়ার পানজিতে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি আর নয়।আঞ্চলিক দলগুলির সাথে যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে হবে। রাজ্য ঠিক হলে দেশ ঠিক হবে। সেভাবেই এগোতে হবে।


Post a Comment

Previous Post Next Post