বন্ধ বাস পরিষেবা, সমস্যায় নিত্যযাত্রী


Closed-bus-service-commuters-in-trouble

সোমনাথ দাস : নিয়মিত শ্রমিকদের বেতন না দেওয়ায় বনগাঁয় বাস মালিক সংগঠন দুটি বাস বহিষ্কার করল। যার সরাসরি প্রভাব পড়ল বাস পরিষেবায়। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করা হয়েছে। বহিস্কৃত বাসের মালিক মালিক সংগঠনের কয়েকজন সদস্য এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ বাস চলাচল বন্ধ করে দেয়।

মাদককাণ্ডে জামিন পেয়ে বাড়ি ফিরলেন শারুখ পুত্র আরিয়ান

সূত্রের খবর, বনগাঁ থানার ৯২ বাস সিন্ডিকেটে বাস মালিকের সংগঠনের তরফ থেকে দুটি বাস বহিষ্কার করা হলে বহিস্কৃত বাসের মালিক মালিক সংগঠনের কয়েকজন সদস্য রাস্তায় বাস আটকে বনগায় বাস চলাচল বন্ধ করে দেয়। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায় গাড়াপোতা বাগদা হেলেঞ্চা সহ বাগদা বিধানসভা এলাকায়। এর ফলে ভুক্তভোগী হন কয়েক হাজার মানুষ।

আমাজনে ইন্টার্নশিপের সুযোগ (সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার) [একাধিক অবস্থান, 6 মাস]: এখনই আবেদন করুন

যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাস পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। এই নিজস্ব দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার প্রসঙ্গ উঠেছে বিজেপির তরফ থেকে। বৃহস্পতিবার দুপুরে বনগাঁর বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের যুব সভাপতি তুষার মন্ডলকে মারধর করার অভিযোগ ওঠে ওই দুই বাস মালিকের বিরুদ্ধে। যা পরে বনগাঁ থানার সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয়। ক্ষুব্দ জনতা এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বাস পরিষেবা চালু না হলে বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা।

Post a Comment

Previous Post Next Post