রিয়া গিরি : ভারত পাকিস্তানের ম্যাচ কে কেন্দ্র করে উচ্ছাস থাকে সকলের মধ্যেই। শুধুমাত্র ক্রিকেটপ্রেমীরা নয় যারা ক্রিকেট বোঝেন না তারাও এই দুই দেশের খেলার ফল জানতে একটু বেশিই আগ্রহী। কিন্তু সম্প্রতি হওয়া পাকিস্তান এবং ভারতের খেলার ফল ভারতীয়দের কাছে খুশির নয়। পাকিস্তানের জয়তে মোটেও খুশি নয় ভারতীয়রা।
করোণা সংক্রমণ রুখতে বালুরঘাটে শুরু হলো কনটেইনমেন্ট জোন
যা খুবই স্বাভাবিক বিষয় কারণ প্রত্যেকেই নিজেদের দেশের জয়ের আশা রেখেছিল সকলেই। কিন্তু ভারতীয় হয়ে পাকিস্তানের জয়ের দিবস উদযাপন করে বিতরকের মুখে জড়িয়ে পড়ল কাশ্মীরি পড়ুয়া। যোগীর রাজ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা পাকিস্তানের জয় উৎসব পালন করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র দ্রোহের মামলা করা হবে। যার আদলে গ্রেফতার করা হয়েছে ৫ জন কাশ্মীরি পড়ুয়াদের।
আজও হিলিতে নিয়ম নিষ্ঠার সাথে পুজিত হন ভৈরবী মাতা
সূত্রের খবর, ভারত পাকিস্তানের খেলার ফল প্রকাশ হওয়ার পরেই অনেকেরই মন ভেঙেছে। কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে অন্যদেশের খুশিতে উচ্ছ্বাসিত হয়েই বিপদে পড়ল কাশ্মীরের কয়েকজন। পাকিস্তানের জয়ের পর তারা বিজয় দিবস পালন করে এবং সহপাঠীদের সামনে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাকিস্তানের জয় গান করে বসে।
Local Train : রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন, আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এই ট্রেন
এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেডিকেল কলেজে। যেখানে ইতিমধ্যেই ওই পড়ুয়াদের গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলায়। এই পড়ুয়ারা কাশ্মীরের বাসিন্দা যারা প্রধানমন্ত্রীর স্পেশাল স্কিমে পড়াশোনা করছে। আবার সে এসে থেকেই দেশের বিরুদ্ধে কুরুচিকর ব্যবহার করায় গ্রেফতার হয়েছে উত্তরপ্রদেশে পুলিশের হাতে।
বন্ধ বাস পরিষেবা, সমস্যায় নিত্যযাত্রী
তাছাড়াও রাজৌরির মেডিকেল কলেজের এক কর্মীর বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা চাকরি হারিয়েছেন ওই কর্মী। যোগী সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন অনেকেই কিন্তু অনেকেই আবার এটি একটি সাধারণ ব্যাপার বলে রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে ব্যাপারটিতে আপত্তি জানিয়েছেন।