সিসি (CCTV) ক্যামেরায় চলবে নজরদারি, পুজোতে অপরাধ ঠেকাতে নয়া ব্যবস্থা চন্দননগর পুলিশের

CCTV-cameras-will-be-used-for-surveillance-new-system-of-Chandannagar-police-to-prevent-crime-in-Pujo

ঈশিতা সাহা : পুজোর দিন ঘনিয়ে আসলে, বেড়ে যায় অপরাধমূলক কর্মকাণ্ড। অপরাধ ঠেকাতেই এবার নয়া উদ্যোগ নিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট। কড়া নজরদারি ব্যাবস্থার জন্য বিভিন্ন এলাকায় থাকবে সিসি ক্যামেরা (CCTV CAMERA)। এ বছরে এক হাজার চারশোটি পুজো চন্দননগর পুলিশ কমিশনারেট এর আওতায় আয়োজিত হবে।বুধবার চুঁচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বর পুজো গাইড মানচিত্র প্রকাশ করেছেন চন্দননগর পুলিশ কমিশনারেট। পাশাপাশি নজরদারি জোড়ালো করতে সেন্ট্রাল কন্ট্রোল রুমে কর্মী সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানা যায়।

CCTV-cameras-will-be-used-for-surveillance-new-system-of-Chandannagar-police-to-prevent-crime-in-Pujo

সাতটি থানা নিরাপত্তায় কমিশনারের এলাকায় এসিপি পদমর্যাদার ৮ জন ইন্সপেক্টর,২২ জন সাব ইন্সপেক্টর,২০০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাথে ৩৮০ জন কনস্টেবল নিয়োগ থাকবে। এছাড়া ডানকুনি, শ্রীরামপুর ও উত্তরপাড়ার জন্য আলাদা করে গাইড মানচিত্র প্রকাশ করেছেন চন্দননগর পুলিশ কমিশনারেট। এছাড়া দর্শনার্থীরা তাদের কোন রকমের সমস্যার ক্ষেত্রে  ০৩৩-২৬৮০-৪৭৩৯- এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।



Post a Comment

Previous Post Next Post