বনগাঁয় বসছে ‘বিশ্ববাংলা ক্লক টাওয়ার’; ভাইফোঁটার পরেই উদ্বোধন

Biswabangla-Clock-Tower-is-sitting-in-Bangaon


সার্বভৌম সমাচার : শহরের সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যে বনগাঁর মতিগঞ্জে বসছে ‘ক্লক টাওয়ার’। বনগাঁ পৌরসভার মতিগঞ্জ এলাকার রাস্তার উপরে বসানো হচ্ছে এই টাওয়ার৷

সবজির বাজারে মূল্যবৃদ্ধি, কালোবাজারির তদন্তে এনফোর্সমেন্ট

বনগাঁ পৌরসভার বর্তমান পৌরপ্রশাসক গোপাল শেঠ জানান, “৬৫ ফুট উঁচু টাওয়ারটির নাম দেওয়া হয়েছে বিশ্ববাংলা ক্লক টাওয়ার৷ যা তৈরী করতে খরচ পড়ছে প্রায় ৪০ লক্ষ টাকা৷ ভাইফোঁটার পরেই উদ্বোধন হবে৷”

দমদম স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

গোপাল বাবু আরও জানান “শহরের সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি এই টাওয়ারের ঘড়িও দেখে নিতে পারবেন মানুষ৷” তবে বনগাঁর পৌরপ্রশাসক হিসাবে গোপালবাবুর এটা একটা বড় উদ্যোগ বলে মনেই করছে সাধারন মানুষ।

Post a Comment

Previous Post Next Post