বড় খবর! ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন: নির্বাচন কমিশনের রিপোর্ট

Big-news-Fake-voter-allegations-baseless-Election-Commission-report


ঈশিতা সাহা : আজ খরধার মুরগাছা এলাকায় বিধানসভা উপনির্বাচনের ঘোলা শশীভূষণ জুনিয়ার বেসিক স্কুল ভোটকেন্দ্র থেকে দু’জন ভুয়ো ভোটারকে গাড়ি ধাওয়া করে পাকড়াও করেন বিজেপি প্রার্থী জয় সাহা।

সুজন- শুভেন্দুর সাক্ষাতে জল্পনা উঠল বিধানসভায়

তিনি অভিযোগ করেন,কয়েকজন জাল ভোটার কাগজ নিয়ে এসে  অন্যান্য প্রার্থীদের প্রভাবিত করতে শুরু করেন। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় ২০৯ ও ২১০ নম্বর বুথে। তৎক্ষণাৎ বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়। কিছু সময়ের মধ্যে ঘটনায় রিপোর্ট পাঠানো পৌছলে জানা যায়,কমিশন ভুয়ো ভোটারের অভিযোগকে খারিজ করেছে ।

সামনে গ্রিল, নিচে অস্ত্র কারখানা; উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার

ভোট কেন্দ্রের সেক্টর অফিসারের বক্তব্য, ভুয়ো ভোটারের ঘটনাটি শুধুমাত্র একটি জমায়েত ছিল। কারণ, ভুয়ো ভোটার তাঁকেই বলা হবে যে বুথের ভেতর ভোট দিতে ঢুকবে। সেক্ষেত্রে যদি তাঁর জাল পরিচয়পত্র থাকে বা সে যদি সেই এলাকার ভোটার না হয়ে থাকে তাহলেই তাঁকে ভুয়ো ভোটার বলা যায়। কিন্তু এই ঘটনাটি বুথের বাইরে ঘটেছে সুতরাং ওই ব্যক্তিকে ভুয়া ভোটার বলা চলে না।

Post a Comment

Previous Post Next Post