ফের বোমাবাজির ঘটনায় স্তব্ধ ভাটপাড়া

Bhatpara-stunned-by-another-bombing

রিয়া গিরি : ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্যে স্তব্ধ ভাটপাড়া। পুজো শেষ হতে না হতেই ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে কাকিনাড়া হাইস্কুলের গায়ে বোমা ছুড়লো দুষ্কৃতীরা। দশমীর রাতে আতঙ্কে গৃহবন্দি পাড়ার বাসিন্দারা। প্রশাসনের কাছে সাহায্যের দাবি চেয়ে অনুরোধ জানালো স্থানীয় মানুষজন।

Viral Video : গভীর খাদে মারাত্মক স্টান্ট দেখালেন এক যুবক; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, অবাক হবেন আপনিও

সূত্রের খবর, ভাটপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা এখন প্রায়ই লক্ষ্য করা যায়। স্কুলের দেওয়ালে বোমা ছোড়ার ঘটনায় ফের আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। কেন বা কারা বোমা মারল তা কেউই জানেন না। এই সূত্রে স্থানীয় নেতা প্রিয়াঙ্কা পান্ডে বলেছেন, ঘটনায় জড়িতদের পাকড়াও করতে প্রশাসনকে বলা হয়েছে। শীঘ্রই এর কোন সুরাহা মিলিবে। একদিকে বিজেপির তরফ থেকে বলা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এলাকায় প্রায়শই বোমাবাজি হতে দেখা যায়। যদিও তৃণমূল নেতার দাবি এ ঘটনা সম্পূর্ণ মিথ্যে।

এক টাকার পুরনো নোট থেকে আপনি পেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জানুন কিভাবে?

স্কুল লাগোয়া স্থানীয় বাসিন্দা গীতা দেবী বলেন, দশমীর রাতে রসন ও লাংগা নামে দুইজন যুবক পায়ে হেঁটে স্কুলের গায়ে বোমা মেরে চম্পট দেয়। তা স্বচক্ষে তিনি দেখেছেন। কিন্তু তাদের বোমা মারার পেছনে কী কারণ রয়েছে তা বলতে পারছেন না তিনি। ইতিমধ্যে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Post a Comment

Previous Post Next Post