ঈশিতা সাহা : তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে ক্ষমতায় আসার পর ভিন রাজ্যে সংগঠন গড়ে তুলে বিজেপিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তাব ছুঁড়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় এখন ত্রিপুরা, অসমের পাশাপাশি সম্প্রতি গোয়া।
প্রকৃতির তান্ডবে দার্জিলিং ও কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমান ৪০০ কোটি পার
২৫ শে অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে পরের বছরের জন্য গোয়ার বিধানসভা নির্বাচনের ভোট প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। আর এই গুরুদায়িত্ব থাকছে বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। আগামী বছরে গোয়ার বিধানসভা নির্বাচনে নিজের ঝান্ডা স্থাপনে যে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল তা বলা বাহুল্য। আগামীকাল থেকেই প্রচার শুরু।
Honoured & thankful to party for entrusting this responsibility..
Whatever I do at any given point of time, I do it with all my heart • Committed to give my bestest towards this assignment too @derekobrienmp @SaugataRoyMP @AITCofficial https://t.co/22okn3LpT6
বনগাঁয় বসছে ‘বিশ্ববাংলা ক্লক টাওয়ার’; ভাইফোঁটার পরেই উদ্বোধন
সুত্রে খবর, প্রচার কর্মসূচিতে পানাজি থেকে সূচনা করবেন বাবুল সুপ্রিয়। সঙ্গে থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম 'অ্যাসাইনমেন্ট' বাবুলকে বেছে নিয়েছে দল। এরপর আগামী ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গোয়ায় যাচ্ছেন।
কংগ্রেসে যোগ দেওয়ার নতুন শর্ত : দূরত্ব বজায় রাখতে হবে মাদক- অ্যালকোহল থেকে
এদিকে বাবুলের গোয়া সফরে কথা টুইটারে জানিয়ে সৌগত রায়ের লিখেন,"এই দায়িত্ব দেওয়ার কারণে আমি সম্মানিত ও দলের কাছে কৃতজ্ঞ। যে কাজই আমি করি না কেন, তা আমি হৃদয় দিয়ে করব। আমার এই অ্যাসাইনমেন্টে আমি আমার শ্রেষ্ঠ টুকু দিতে বদ্ধপরিকর।"