ঈশিতা সাহা : একের পর এক কংগ্রেস নেতারা তো বটেই এবার বিজেপি নেতারাও দল ছাড়ছেন। সাথে পাল্লা ভারী হচ্ছে ঘাস ফুল শিবিরের।
আজ বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। বিধানসভা নির্বাচনের আগে স্বইচ্ছায় তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। সেখানে মতাদর্শ না মেলায় বিজেপি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। বিজেপি ছেড়ে বাবু মাস্টার বলেন,"দলে ঢাকার কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিলাম যে আমার মতাদর্শ সঙ্গে ফারাক আছে। সেই সময় নানা কারনে বেরিয়ে আসতে পারিনি। আমার জীবনে আমি আর এই দল করব না। বিভাজনের রাজনীতির খুব বিপদজনক।"দল ছেড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডে SIT গঠন
বাবু মাস্টার এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"তিনি বিজেপির লোকই ছিলেন না। কিছুদিনের জন্য এসেছিলেন। উদ্দেশ্য পূরণ হয়নি তাই চলে গেছেন।"
এবার বাবু মাস্টারের পর বিজেপি দল ত্যাগের তালিকায় উঠে এলো কৃষ্ণ কল্যাণীর নাম। তিনি হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। তিনিও একইভাবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ পার্থ চট্টোপাধ্যায় উপস্থিতিতে ফের তিনি তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা রয়েছে। গত ১ অক্টোবর তিনি বিজেপি ছাড়ছেন বলে নিজেই সংবাদমাধ্যমে দাবি করেছিলেন। তৃণমূল সূত্রে খবর, আজ বিকেল ৩টে নাগাদ কলকাতায় তৃণমূলে যোগ দেবেন তিনি।