দুর্গার পর লক্ষ্মীর প্রতিমায় হামলা, চাঞ্চল্য নদীয়া এলাকা

Attack-on-Lakshmi's-idol-after-Durga-Chanchalya-Nadia-area

ঈশিতা সাহা: বাংলাদেশে দুর্গা প্রতিমার ওপর হামলার শোরগোল ঠান্ডা না হতেই,একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো নদীয়ার শান্তিপুরে। এবার ভর সন্ধ্যে বেলায় লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙনে ক্ষুব্ধ শান্তিপুরে এলাকাবাসী।

Darjeeling : বিধ্বস্ত পাহাড়, সমস্যায় একাধিক পর্যটক

সূত্রে খবর, শহরের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভেরি পাড়ায় গতকাল সন্ধ্যেবেলায় কিছু দুষ্কৃতীরা সকলের চোখের আড়ালে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে। পাড়ার লোকেরা জানান, দীর্ঘ তিন বছর ধরে ওই স্থানে দুর্গাপুজা হয়ে আসছে। বিসর্জনের পর একই স্থানে লক্ষ্মীপুজো হয়ে থাকে। স্বাভাবিকভাবে পুজোর পর সন্ধ্যেবেলায় সকলেই নিজের ঘরে ব্যস্ত থাকেন। ঠিক তখনই হামলা চালায় তারা। মাটির প্রদীপ সহ লক্ষীর পেঁচা সবকিছুই পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। বিষয়টি চোখে পড়তেই ক্ষোভে ভেঙে পড়েন এলাকাবাসীরা। হিন্দু ধর্মের প্রতি একের পর এক অমানবিক আচরণ এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুদেশেই।

ব্যারাকপুরে রহস্যময় বিস্ফোরণ কান্ড! উড়ে গেল বাড়ির ছাদ

সেই রাতেই শান্তিপুর থানা প্রশাসনকে বিষয়টি সম্পর্কে জানানো হয়। প্রশাসন ভাঙ্গা মূর্তি প্রতিমাকে থানায় নিয়ে যান। ঘটনায় কোনো সাক্ষী প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মানুষ ঊর্ধ্বে ঈশ্বরের প্রতিও এই হিংসাত্মক কাণ্ডে জড়িত সকল দোষের শাস্তি চান নদীয়া শান্তিপুরবাসি।

Post a Comment

Previous Post Next Post