ফের গোয়ার কংগ্রেসে ভাঙ্গন

Again-the-Goa-Congress-broke-up


ঈশিতা সাহা : একের পর এক ভাঙ্গন কংগ্রেসে। গোয়ায় যে ভিতি স্থাপনে মরিয়া তৃণমূল, ধীরে ধীরে তা কার্যকর হচ্ছে। এবার দল ছাড়লেন গোয়া কংগ্রেসের প্রাক্তন সহ  সভাপতি কিশোর নার্ভেকর।

বড় খবর!! সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নেতৃত্বে পেগাসাস কাণ্ডে SIT গঠন

২০২২ - এ গোয়ায় বিধানসভা নির্বাচন। কিশোর নার্ভেকরের  আগেও একাধিক কংগ্রেস নেতারা তৃণমূলে যোগদান করেছেন। ফলে এখন থেকেই শক্তিবৃদ্ধি শুরু তৃণমূল কংগ্রেসের। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রে খবর, ২৮ অক্টোবর অর্থাৎ আগামীকাল গোয়ায় ফিরছেন তিনি। গোয়ায় কংগ্রেস ভাঙ্গনে এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেখানে তৃণমূল নতুন সরকার গঠন করবে এবং নতুন ভোটের সূচনা করবে।

শিশুদের বিনামূল্যে করোণা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল বেসরকারি হাসপাতাল

গসবায় নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, লিখে রাখুন, আগামী তিন মাসেই গোয়ায় ক্ষমতা দখল করবে তৃণমূল। ভোটের দিন যত এগোচ্ছে তৃণমূলের লক্ষ ততই দৃঢ় হচ্ছে বলে অনুমান। তবে ফল প্রকাশের পরেই জানা যাবে দল গঠনে কতটা সার্থক হয়েছেন তৃণমূল নেত্রী।

Post a Comment

Previous Post Next Post