ফের করোনার উদ্বেগ রাজ্যে


Again-Corona-is-in-a-state-of-anxiety

রিয়া গিরি : পুজোর পর থেকেই করোনা চিন্তা বাড়ছে কলকাতায়। করোণা কাল শেষ না হলেও মাক্স পড়তে অনীহা প্রকাশ করছেন অনেকেই। সেজন্যই প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। মাক্স না পরলে মার্কেটে নো এন্ট্রি' বোর্ড ঝুলিয়ে দিয়েছে পুলিশ কর্তারা। এছাড়া গ্রেফতার  করা হচ্ছে বিনা মার্ক্সের পথচারীদের।

ATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতির বৃদ্ধিতে রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। গত ৩০ দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৩৬ জন। মৃত হয়েছে ৩৪৩। সেই সংখ্যা অনুযায়ী ৮-১৪ অক্টোবরে মোট আক্রান্ত হয়েছে ২১৭ এবং ১৫-২১ অক্টোবরে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মানিকতলা বাজার এবং কলকাতার বহু জায়গায় প্রশাসনের তরফ থেকে মাক্স ও স্যানিটাইজার বিলি করা হচ্ছে এর সাথে গ্রেফতার করা হচ্ছে মাক্স বিহীন পথচারীদের। কলকাতায় মাংসবিহীন পথচারীদের করোনা টেস্ট করে তাদের গ্রেফতার করা হচ্ছে যা থেকে বাকিরা শিক্ষা নেয়।

গ্রীন বাজি ছাড়া সব আতশবাজি নিষিদ্ধ করল রাজ্য

পুজো পরবর্তী সময়ে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিলেও করোনার দ্রুত বৃদ্ধিতে রাজ্য সরকার কিছুটা হলেও চিন্তিত। এখনো পর্যন্ত করোনা না গেলেও মাক্স পডরতে অনহা দেখাচ্ছেন অনেকেই। যদিও প্রশাসনের তরফ থেকে মাক্স পরার ও করোনার সাবধানতার প্রচার শুরু করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post