ঈশিতা সাহা : ত্রিপুরা পেরিয়ে এবার উত্তরপ্রদেশেও নিজের জমি তৈরি চেষ্টায় নেমেছে ঘাসফুল শিবির। আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। পরিপ্রেক্ষিতে আসন দখলের চেষ্টায় নেমেছেন তৃণমূল নেত্রী।
মালদার ইংরেজবাজারে যুবকের রহস্যময়মৃত্যু ঘিরে চাঞ্চল্য
সোমবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠী। তিনি উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য ছিলেন। একই সাথে শিলিগুড়ি থেকে তৃণমূলে যোগদান করলেন রাজেশ প্রতি ত্রিপাঠীর ছেলে ললিতেশপটি ত্রিপাঠি। তিনি ছিলেন উত্তর প্রদেশের মরিহানের প্রাক্তন বিধায়ক এবং কংগ্রেসের সহ-সভাপতিও।
সূত্রে খবর, প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ ললিতেশ ত্রিপাঠী। সোমবার তৃণমূলের যোগদানের পর তিনি বলেন,"বিজেপির বিকল্প হতে পারেন - মমতাই। আমরা মমতা ব্যানার্জির মত নেতৃত্ব পেলে উত্তরপ্রদেশের লোকদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করার ভরসা দিতে পারবো।"
লক্ষীর ভান্ডারের টাকা না পেয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ, পথ অবরোধ
এদিকে তৃণমূলে যোগদানকারী সিদ্ধান্তকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি কংগ্রেস। উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "দিদি এখন ভারতজুড়ে মার্কেটিং করে বেড়াচ্ছে। বিজেপিকে হারাতে হলে বিজেপিকে ভাঙান। দু'চারটে কংগ্রেসের লোককে তৃণমূলে এলাকার হাত শক্ত করতে চাইছেন!"
তবে, অসম হোক বা উত্তর প্রদেশ, তৃণমূলের ভিত্তি যে কতটা শক্ত করতে পেরেছে, তা ভোটের ফল প্রকাশ এই বোঝা সম্ভব।