অন্ধকারে ঢুবতে চলেছে আফগানিস্তান


Afghanistan-is-sinking-into-darkness

রিয়া গিরি : তালিবানদের শাসন শুরু হওয়ার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে। এখন পর্যন্ত পঞ্চশীরের সঙ্গে তালিবানদের যুদ্ধ শেষ হয়নি। তার মধ্যেই বিদেশ রাষ্ট্রগুলি তরফ থেকে আফগানিস্থানে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যেকোনো সময় আফগানিস্তান ডুবে যেতে পারে অন্ধকারে তার নির্দেশ এসেছে বিদেশ রাষ্ট্রগুলি থেকে।

DURGA PUJA : মহালয়ায় ব্যস্ততা তুঙ্গে কুমোর পাড়ায়

সম্ভবত আফগানিস্তানের মোট বিদ্যুৎ সরবরাহের ৭৮ ভাগ বিদ্যুৎ আসে বিদেশ রাষ্ট্রগুলি থেকে। তালিবান ক্ষমতা দখলের পথ থেকে প্রতিবেশী দেশগুলো বিদ্যুতের জন্য কোন অর্থ না দেওয়া তাদের তরফ থেকে বন্ধ করে দিতে চলেছে বিদ্যুৎ সরবরাহ। বিদেশ রাষ্ট্রগুলির কাছে অনেক টাকা ঋণ পড়ে গেছে আফগানিস্থান। যা মেটাতে না পারলে আফগানিস্তানের সম্পূর্ণ বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেবে বলে বলে নির্দেশ দিয়েছে  বিদেশী রাষ্ট্র।

৪ উপকেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করল গেরুয়া শিবির (BJP)

ইউনাইটেড নেশন এর কাছে ৯০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য চেয়েছে আফগানিস্থান। বিদেশি রাষ্ট্রগুলিকে বিদ্যুৎ বিল মেটাবার জন্যই এই অর্থের আবেদন জানিয়েছে তালিবান শাসকরা। এই অর্থ মেটাতে না পারলে অন্ধকারেই দিন কাটাতে হতে পারে আফগান বাসিন্দাদের।

Post a Comment

Previous Post Next Post