চলন্ত ট্রাকে দাউ দাউ করে আগুন, ঘটনায় আতঙ্ক এলাকায়

A-fire-broke-out-in-a-moving-truck-causing-panic-in-the-area

                                                                                                                                                        ফাইল চিত্র

প্রতিনিধি : রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার নিকাশি বাজারে চলন্ত ট্রাকে আগুন লেগে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাজার এলাকায়। জানা গিয়েছে নিমতৌড়ি থেকে শ্রীরামপুর গামী শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কে মাল বোঝাই একটি চলন্ত ট্রাকে এই দুর্ঘটনাটি ঘটে।

বারাসাতে মিলল জাল পানীয় জলের কারখানার হদিশ, পাকড়াও মালিক

স্থানীয় সূত্রে খবর, থার্মকল বোঝাই একটি ট্রাকে আজ ময়নার দিকে যাওয়ার সময় নিকাশি বাজার রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি ঝুলন্ত ইলেকট্রিক তারে লেগে আগুন লাগে। মূলত থার্মকলের কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাস্তার মাঝখানে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। জ্বলন্ত ট্রাক দেখে এলাকার দোকানদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলতে থাকে আগুন নেভানোর কাজ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লোকাল ট্রেন চলাচলের প্রথম দিনেই মাস্কহীন বেপরোয়া যাত্রীদল

দমকলের অফিসার শচীনন্দন মাইতি জানিয়েছেন ট্রাকটি প্রায় ভস্মীভূত। সামনের দুটি টায়ার ও পেছনের একপাশে টায়ার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এদিকে নিকাশি বাজার কমিটির সম্পাদক প্রদীপ দে জানান, রাজ্য সড়কের ওপর ইলেকট্রিকের তার ঝুলে থাকায় থার্মকল বোঝাই ট্রাকটিতে আগুন লাগে। ইলেকট্রিক তারটি এভাবে ঝুলন্ত অবস্থায় না থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। ইতিমধ্যে বিষয়টিই স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবেন তারা।

Post a Comment

Previous Post Next Post