সার্বভৌম সমাচার: ২৮ হাজার জাল টাকার নোট সহ এক যুবককে আটক করল বনগাঁ থানা পুলিশ। ব্যাগ ভর্তি হাজার হাজার টাকার জাল নোট সহ সোমবার দুপুরে এক গাড়ি চালককে গ্রেফতার করে বনগাঁ থানা পুলিশ। ধৃতের নাম অমিত পরামানিক।
লক্ষীর ভান্ডারের টাকা না পেয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ, পথ অবরোধ
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার মনিগ্রাম পেট্রলপাম্পে সোমবার পুলিশ লেখা একটি অলটো গাড়ি তেল ভরার জন্য আসে।৩০০০ টাকার পেট্রোল ভরে ৬ টি ৫০০টাকার নোট বার করে দেয় গাড়ী চালক। বাগদার বয়রার থেকে বনগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই গাড়িটি।৫০০ টাকার নোট কবে থেকে পেট্রলপাম কর্মচারীর সন্দেহ হতে সে মেশিনে চেক করে দেখে নোটগুলি জাল। এরপরই পেট্রোল পাম্পের মালিক ওই গাড়ি চালককে আটক করে।
পেট্রোল পাম্পের মালিক অখিল মন্ডল জানান, ওই ব্যক্তি ৩ হাজার টাকার পেট্রোল নিয়ে ৬ টি ৫০০ টাকার নোট বের করে দেন। মূল্যায়ন করে দেখা গেল সবকটি নোট জাল। তারপর পুলিশে খবর দেয়। পুলিশ এসে গাড়িচালকসহ গাড়িতে উপস্থিত দুটি মহিলা ও দুটি বাচ্চা কেউ সঙ্গে নিয়ে যান। এর আগেও বিশ্বকর্মা পুজোর দিন দেড় হাজার জালনোটের ক্ষতি হয়েছিল।
আলিপুরদুয়ারের প্রাণকেন্দ্রে "ক্লকটাওয়ারের" শুভ উদ্বোধন
পুলিশ জানিয়েছে মোট ২৮ হাজার টাকা জাল টাকা উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তির ব্যাগ থেকে। এখনো জলচক্রের জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে এত পরিমান জাল টাকার নোট পাচার হচ্ছে তা খতিয়ে দেখছে বনগাঁ থানা পুলিশ।