রিয়া গিরি : এবার ভারতের পথেই pubg, tiktok এর মত অনলাইন গেম ওয়েব সাইটগুলো নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশে। গত বছর এই ভারতবর্ষে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল টিকটক ও পাবজি।এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র এই দুটি অ্যাপ ছাড়াও বিগো লাইভ ফ্রী ফায়ার এ লাইক এর মত অনলাইন গেম অ্যাপ গুলো নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
মঙ্গলবার BTRC থেকে ডিপার্টমেন্ট অফ টেলিকম কি নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে জাতীয় সংগীত বিকৃত করে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে দেশের পাঁচ শিক্ষার্থীর ওপর। পুলিশ আটক করেছে অভিযুক্তদের।
বন্ধই থাকবে লোকাল ট্রেন! ফের বিধি নিষেধের সময়সীমা বাড়ালো রাজ্য
এই অনলাইন প্লাটফর্ম থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে স্বাস্থ্যকর এবং উপযোগী সাইবার পদ্ধতি ব্যবহার করা শেখাতে বন্ধ করা হয়েছে অ্যাপ গুলি। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।যুবকদের মধ্যে অত্যাধিক পরিমাণে অনলাইন গেম এর নেশা এবং টিকটকের মত অ্যাপ গুলির অযৌতিক ভিডিওগুলি বন্ধ করার জন্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।