সোমনাথ দাস : শুক্রবার পেট্রাপোল সীমান্তে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং - ১ এর উদ্বোধন করা হয় । আধুনিক মানের এই টার্মিনালে ১৩০৫ স্কয়ার মিটার , ৩২ ইমিগ্রেশন কাউন্টার , ৪ কাস্টমস কাউন্টার এবং ৮ টি সিকিউরিটি কাউন্টারের ব্যবস্থা আছে । এছাড়াও প্রস্তাবিত দ্বিতীয় বাণিজ্যিক গেটের উদ্বোধন হয় এদিন। নতুন টার্মিনাল উদ্বোধনের পরে ভারত এবং বাংলাদেশের মন্ত্রীরা জানায় আধুনিক মানের টার্মিনাল নির্মাণের ফলে আগামীতে যাত্রী আসা-যাওয়র সুবিধা হবে।
হঠাৎ ভেঙে পড়ল মুম্বাইয়ের চলতিপথে নির্মীয়মাণ উড়ালপুল, আহত শ্রমিক ১৪
ভারতবর্ষের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছাতে এই নতুন টার্মিনাল এর উদ্বোধন হলো । ভারত এবং বাংলাদেশ মিত্র দেশ। এই টার্মিনাল তৈরির ফলে যাত্রী আসা যাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে ।
অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!
বাংলাদেশের জাহাজ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী জানান, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিনে এই উপহার বাংলাদেশকে দিল আমরা অত্যন্ত আনন্দিত । ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের রক্তেলেখা সম্পর্ক । এটা শুধু সম্পর্ক নয় ভাই । আগামীতে আমরাও চেষ্টা করব বেনাপোলে উন্নয়ন করবার জন্য ।