Work-From-Home ভাঙতে চলেছে সংসার; স্বামীকে অফিসে ডাকার অনুরোধে চিঠি বসকে

 

Work-From-Home-family-is-breaking-up-Letter-to-the-boss-requesting-to-call-the-husband-to-the-office


রিয়া গিরি : লকডাউন এরপর থেকেই শুরু হয়েছে work-from-home। বাড়িতে বসে কাজ সেরে ফেলেছে সবাই। কিন্তু দীর্ঘদিন স্বামীর বাড়িতে থেকে কাজ করাতে সংসার ভাঙতে চলেছেন  এক স্ত্রী। স্বামীর work-from-home বন্ধ করতে সংস্থার কর্তাকে কে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন ওই সংস্থার এক কর্মীর স্ত্রী।

তিনি লিখেছেন অফিসে  না ডাকলে  তাদের বিয়ে ভেঙে যেতে পারে। মহিলার দাবি তার স্বামী দিনে দশবার কফি খাচ্ছে  বাড়ি ঘর নোংরা করছেন। সারাদিন তিনি  খেতে থাকেন ফলে তার কাজ বেড়ে গেছে আগের থেকে। বসার সময় টুকু তিনি পাচ্ছেন না।

বিশ্বকাপ দল ঘোষণার ২০ মিনিটের মধ্যেই পদত্যাগ করলেন অধিনায়ক

তিনি লিখেছেন 'মাননীয় স্যার আমি আপনার কর্মী মনোজের স্ত্রী। আপনি অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিন। আমার স্বামীর দুটি ভ্যাকসিন ডোজ হয়ে গেছে। তাই ওয়াক ফ্রম হোম বন্ধ করুন। নইলে আমাদের বিয়ে ভেঙ্গে যেতে চলেছে ইতি শীঘ্রই। দিনে দশবার কফি খায় আর ঘরে ঘুরে ঘুরে কাজ করে ফলে সমস্ত ঘর গুলো উলটপালট করে রাখে। বারবার খেতে চায় আর কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। ওনার কাজের জন্য আমার দুই সন্তানকে আমি ঠিকমত নজর দিতে পারছিনা'।

মাঝরাতে পার্কস্ট্রিট থেকে শিশু উধাও! অভিযোগ শিশু 'চুরির'

মহিলার কাতর অনুরোধ 'দয়া করে আমাকে বাঁচান'  এক বিশিষ্ট শিল্পপতি টুইট করেছেন। তিনি লিখেছেন 'জানিনা ওনাকে কি জবাব দেব'। ইতিমধ্যেই টুইটটি ভাইরাল হয়ে গেছে কিন্তু বিষয়টি  প্রায় ঘরেই হচ্ছে বলে জানিয়েছেন নেটিজেনরা।

Post a Comment

Previous Post Next Post