মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা

Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery

সার্বভৌম সমাচার : 'ভবানীপুরেই থাকছে দিদি, মা আমাদের মমতাময়ী, মায়ের জন্য মায়ের আরাধনা, ঘরেই থাকছে লক্ষ্মীর ভান্ডার ' অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমনই স্লোগান তুলে তার সাফল্য এবং সুস্থতা কামনা করে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মহা হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

এক ঝলকে দেখে নিন এবারের টপ চ্যানেলে দুর্গাদের মুখ

বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজিত হোমযজ্ঞ অনুষ্ঠানের উদ্যোক্তা স্বপ্না সাহা মন্ডল বলেন, "মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুখ্যমন্ত্রীর নামে হোম যজ্ঞে সামিল  হন। এদিন রীতিমত মন্দিরের পুরোহিত মন্ত্র পড়ে মুখ্যমন্ত্রী যাতে আগামী দিনে ভবানীপুরের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন এবং বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা যাতে কোন ক্ষতিগ্রস্থ না হন সেই উদ্দেশ্যে প্রার্থনা করা হয়।"

সিরিয়াল কিলারের হদিশ মিলল রাজ্যে

পাশাপাশি স্বপ্না সাহা মন্ডল আরও বলেন, "বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভান্ডারের মত জনমুখী প্রকল্প গুলি তৈরী করেছেন, সেই ভাবে আগামী দিনেও তিনি যেন এভাবেই নতুন প্রকল্প করতে পারেন; তাই তাঁর সুস্থতা কামনা করে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরা বনগাঁ হাসপাতাল কালীবাড়ি মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রীর নামে হোম-যজ্ঞ করা হয়।"


Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery

Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery

Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery

Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery

Women-TMCs-activists-join-Home-Jagga-for-CMs-victory-and-recovery


Post a Comment

Previous Post Next Post