বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার মহিলা

Woman-arrested-for-selling-alcohol-illegally

সার্বভৌম সমাচার : বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে হালিশহর থেকে গ্রেফতার করা হয় এক মহিলাকে। ঘটনাটি বৃহস্পতিবার বিজপুর থানার হালিশহর উত্তর নান্না হসপিটাল সংলগ্ন এলাকা।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

সূত্রে জানা গেছে,  বিজপুর থানার পিসি পার্টি ও মহিলা অফিসারের তৎপরতায় এদিন বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেন এক মহিলাকে। অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে তাঁকে "৪৬ (a)" ধারায় মামলা রুজু করা হয়।






Post a Comment

Previous Post Next Post