আইফোন কেনার দুদিনের মধ্যে বিস্ফোরণ ঘটল পকেটেই


Within-two-days-of-buying-the-iPhone-there-was-an-explosion-in-my-pocket

রিয়া গিরি : দিল্লির আদালতের চেম্বারে বিস্ফোরক শব্দে ফেটে গেল নতুন কেনা OnePlus স্মার্ট ফোন। গোটা ঘটনাটি ঘটেছে দিল্লির আদালতে।এক আইনজীবীর নতুন কেনা স্মার্টফোনটি ফেটে তার জামার পকেটেই। ওই ওয়ানপ্লাস এর মালকিন সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভারতীয় সেনা পদে চলছে নিয়োগ , আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন...

সূত্রের খবর আইনজীবী গৌরব গুলাটী নতুন oneplus Nord2 5G সেটটি তার হাতেই ফেটে যায়।তিনি পকেটের কাছে গরম অনুভব করেন তারপরে দেখেন পকেট থেকে  ধোঁয়া বেরোচ্ছে। পরি লক্ষ্য করেন পকেটে থাকা ফোনটির সেট ফেটে  গিয়েইএই কান্ড।

স্কুল খোলার পর চীনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

তিনি বলেন এখনো পর্যন্ত' তিনি আগের ফোন থেকে সব ডাটা ট্রান্সফার করেননি তার আগেই বিস্ফোরণের ঘটনা। ৩৫ হাজার টাকা দিয়ে যেন বোমা কিনেছি এই ট্রমা থেকে এখনো পর্যন্ত বেরোতে পারছিনা'।আইনজীবী জানান গোটা ঘটনার জন্য তিনি ওয়ানপ্লাস এবং অ্যামাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন। মাত্র দুই দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে তা কখনো কল্পনা করে উঠতে পারেনি গৌরব।

Post a Comment

Previous Post Next Post