কুমিরকে আদর করতে গিয়ে কোনমতেই প্রাণপণে রক্ষা পেলেন এক মহিলা

 

While-trying-to-caress-the-crocodile-a-woman-managed-to-escape

রিয়া গিরি : ঘটনাটি ঘটেছে আমেরিকার উটার নামের একটি জায়গায়। একজন মহিলা তার সন্তানকে জন্মদিনে ওয়েস্ট ভ্যালি সিটি স্কেলস এন্ড টেলস রেপটাইলস সেন্টারে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি একটি দৃশ্য ক্যামেরাবন্দী করেন। যেখানে একজন মহিলা জু কীপার কুমির কে আদর করতে গিয়ে কুমিরের কামড়ে জলের মধ্যে পড়ে যান।

১লা নভেম্বর থেকে বেশ কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ

রোজকার মত মহিলাটি কমিটি কি আদর করছিলেন। সেই দৃশ্য প্রায় সকলে মিলেই উপভোগ করছিলেন কিন্তু হঠাৎ করে কমিটি বেশ বিরক্ত বোধ করে। হঠাৎই রেগে গিয়ে মহিলার হাতে কামড় দিয়ে তাকে জলাশয় এর মধ্যে টেনে নিয়ে যায়। মহিলাটি কোন ভাবেই হাত ছাড়া করতে পারছিলেন না। তখনই সাহায্যের জন্য এগিয়ে আসেন ডনি ওয়াইজম্যান। তিনি মহিলাটি সহকর্মী। তিনি কি করবেন ভেবে না পেয়ে সোজা উঠে বসেন কুমিরের পিঠে। কুমিরকে চেপে ধরে তার মুখ থেকে সহকর্মীর হাত বের করেন।

মহানায়ককে নিয়েই নতুন ছবি 'অতি উত্তম'! পোস্টার শেয়ার করলেন সৃজিত

 রীতিমতো কুমিরের সঙ্গে লড়াই করে কোনভাবে সহকর্মীর হাত মুখ থেকে বের করেন ডনি। দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন পার্শ্ববর্তী দর্শকেরা। শেষবারের জন্য রক্ষা পেয়ে যান মহিলাটি। দৃশ্য দেখে রীতিমত ভয় পেয়ে গেছেন দর্শকেরা। ভবিষ্যতে আর কখনো এভাবে কুমিরের সাথে খেলা করবেন না ভেবেই নিয়েছেন ওই মহিলা।


Post a Comment

Previous Post Next Post