ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে জলে তলিয়ে গেল বছর চারের শিশু



When-he-went-to-see-Thakur-abandonment-he-drowned-in-the-Ganges-for-four-years

রিয়া গিরি : গতকাল বাড়ির কাছের বিশ্বকর্মা পুজোর ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল বছর চারের  অংশু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ভাটপাড়া এলাকায়। গতকাল থেকে শিশুটি নিখোঁজ অবস্থায় ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি ।পরের দিন সকালে গঙ্গার পাড় থেকে উদ্ধার হয়েছে ছোট্ট শিশুটির দেহ।

মুর্শিদাবাদ নার্সিংহোমে ১ বোতল রক্তের মূল্য ৩৫০০ টাকা!

সূত্রের খবর, ভাটপাড়া এলাকায় প্রভাত কুমার সাওয়ের ছেলে অংশ সাউ গতকালই পাড়ার অন্যান্য বাচ্চাদের সাথে ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিল। পরে সকলে ফিরলেও সে আর ফেরেনি । বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করার পরেও ছোট্ট শিশুটির খোঁজ মেলেনি তাদের। পরের দিন সকালে গঙ্গার পাড়ে ছোট্ট শিশুটির দেহ পড়ে থাকতে দেখে কিছু জন। করে পরিবারে খবর দিলে সকলে এসে শিশুটিকে চিহ্নিত করে।

বেমানান শিশুসুলভ হাসিমুখে হরিণের শিং ধরে টানাটানি, জিহাদিদের কাণ্ডে হেসে খুন নেটিজেনরা

প্রশাসনের তরফ থেকে অনুমান করা হয়েছে শিশুটির সম্ভবত গঙ্গার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। পুলিশের তরফ থেকে শিশুটির দেহ উদ্ধার করে  তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কি কারণে শিশুটির মৃত্যু হচ্ছে খতিয়ে দেখছে  ভাটপাড়া থানার পুলিশ। ছোট শিশুদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভাটপাড়া এলাকায়।

Post a Comment

Previous Post Next Post