১লা নভেম্বর থেকে বেশ কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ





অম্লিতা দাস: এবার থেকে আর সমস্ত স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। সময়ও নেই বেশি। হতে যাচ্ছে মাত্র দুই মাস তারপরেই একাধিক ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। এই ফোনের তালিকায় আছে অ্যান্ড্রয়েড ও আইউএসএর ফোন।

           শেষ বছর থেকেই হোয়াটসঅ্যাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। ফলে কমেছে ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপ বারবার জানিয়েছেন তাদের অ্যাপে ছবি,ভিডিও বা যেকোনো তথ্য পাঠানো নিরাপদ।হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয় অ্যান্ড্রয়েড ৪.০.৪ ও তার আগের অপারেটিং সিস্টেমের ফোন আবার আইওএসএর ক্ষেত্রে ৯ বা তার আগের ফোন গুলিতে ১লা নভেম্বর থেকে চলবে না হোয়াটসঅ্যাপ।

            নিম্নলিখিত ফোনগুলিতে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা-- 


স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২ 


এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু 


সোনি এক্সপিরিয়া 


হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু 


অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এক্স প্লাস

Post a Comment

Previous Post Next Post