১১৫ টি দেশের জল আনা হলো অযোধ্যায়র রাম মন্দিরে


Water-from-115-countries-was-brought-to-the-Ram-temple-in-Ayodhya

রিয়া গিরি : গত বছর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই অযোধ্যায় তৈরি হতে চলেছে রাম মন্দির। দীর্ঘদিনের অপেক্ষার পর অযোধ্যায় রাম মন্দির তৈরি  হওয়া নিয়ে খুশি হয়েছেন সকলে। হিন্দু, শিখ সর্বোত্তম মুসলিম বিভিন্ন প্রান্তের বিভিন্ন  সম্প্রদায়ের মানুষ একদমে কাজে হাত লাগিয়েছে। পৃথিবীর সব দেশ গুলি থেকে সংগ্রহ করা হচ্ছে পবিত্র জল।দেশের বিভিন্ন ধর্মের মানুষ সেই সব পাঠাচ্ছেন ছোট ছোট পাত্র করে দেশ। লেখা হচ্ছে দেশের নাম।

জলমগ্ন দক্ষিণ-পূর্ব রেলপথ, আগামী কালও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

সূত্রের খবর,পবিত্র জল পরলেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে সংরক্ষিত করে রাখা হয়েছে।দেশের প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিংয়ের বাসভবনে উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূমির সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ডেনমার্ক, সিজি নাইজেরিয়া সহ একাধিক দেশের রাষ্ট্রদূতরা। গোটা বিশ্বের দেশ গুলি থেকে একই পরিবারের অঙ্গ হিসেবে মনে করে ঐদিন বার্তাও দিয়েছেন তিনি।

RCB বনাম KKR ম‍্যাচ: হাসারাঙ্গা RCB লাইন-আপে স্থান পেতে পারে

প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্বের সব দেশ থেকে জল সংগ্রহ করে ভারতের ' বসুধৈব কুটুম্বকম' চিন্তা ধারাকে প্রতিফলন করে। বিশ্বের ১১৫ বিদেশ থেকে জল এনে অভিষেক করা হবে ভগবান রামকে। তিনি আরো বলেন রাম মন্দির নির্মাণ প্রত্যেকের জন্য গর্বের বিষয়। তাই রাম মন্দিরে কোন জাতি , ধর্ম ও বর্ণের বৈষম্য করা হবে না। ইতিমধ্যেই অযোধ্যা ভগবান রামের অভিষেকের জন্য সেজে উঠেছে।

Post a Comment

Previous Post Next Post