রিয়া গিরি : বিজ্ঞানীরা ঝাড়খন্ড থেকে ২৭ কিলোমিটার দূরে বোকারো তে এক রহস্যময় কুন্ডু খুঁজে পেয়েছেন। যা বহু দুর দুরান্ত পর্যন্ত নিজের রহস্যের জন্য পরিচিত। এই কুন্ডের নাম দোলাহি কুন্ড। এই কুন্ড সারিয়ে ফেলে যে কোনো রকমের চর্মরোগ। তাছাড়াও এর বিশেষত্ব কোন চমৎকার এর থেকে কম নয়।
বড় ঘোষণা! টানা ১৬ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ফুরসত মিলবে নভেম্বরেও
দোলাহি কুণ্ড নীল জল দ্বারা ভর্তি।কেউ কেউ মনে করেন এই কুন্ডুর জল জামুই নালার মধ্য দিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে।হাততালিতে শব্দ তরঙ্গ সৃষ্টি হলে জল নেচে ওঠে আপনাআপনিই। যদিও আজ পর্যন্ত তার সঠিক প্রমাণ মেলেনি। শুধুমাত্র একটিমাত্র রহস্যের জন্য নয় অনেকগুলি রহস্য দিয়ে ঘেরা এই কুণ্ড।
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার সাথেই উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর
বিজ্ঞানীরা দাবি করেন গ্রীষ্মের সময় এই কুন্ডের জল ঠান্ডা থাকে আর শীতকালে উষ্ণ হয়ে যায়। স্থানীয় লোকেরা এই কুন্ডের জলকে ঔষধি হিসেবে গ্রহণ করেন। যেকোনো রকম চর্মরোগ হলে এই কুণ্ডতে স্নান করলে চর্মরোগ দূর হয়ে যায় বলে দাবী তাদের।দোলাহি কুণ্ড কে ঘিরে স্থানীয়দের মধ্যে বিশ্বাস এবং আস্থা রয়েছে যা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়েছে। অনেক দূরদূরান্ত থেকে মানুষ সেই আস্থার ওপর ভরসা করেই সেখানে আসেন। প্রতিবছর মকর সংক্রান্তির দিন ওই কুন্ডু কে ঘিরে মেলা বসে। যদিও পর্যন্ত কুন্ডর রহস্যের উপযুক্ত প্রমাণ মেলেনি।